মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে ২৩ টি স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স এসোসিয়েশনের (সুভা) উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শহরের বিমানবন্দর সড়কের অফিসার্স কলোনী এলাকায় ওই মাস্ক বিতরণ করা হয়। সুভার সদস্য ও অনলাইনভিত্তিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর’র প্রতিষ্ঠাতা মো. সোহেল রানার নেতৃত্বে শহরের ওই সড়ক দিয়ে যাতায়াতকারী পথচারী, রিকশা ও রিকশাভ্যান যাত্রী, সাইকেল ও মোটরসাইকেল আরোহীদের মাঝে মাস্ক বিতরণ করে সংগঠনটির সদস্যরা। মাস্ক বিতরণকালে স্বেচ্ছাসেবী আকাশ সরদার, নুরন্নবী, আশিফ, আফরোজা ববি, রূপা রহমান, রনি, সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমন রোধে স্বেচ্ছাসেবী সংগঠন সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স এসোসিয়েশন (সুভা) গোটা শহরে মাস্ক বিতরণ কর্মসূচি গ্রহন করে। সুভার ওই কর্মসূচি বাস্তবায়নে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মাস্ক বিতরণের জন্য সুভার অন্তর্ভুক্ত স্বেচ্ছাসেবী ২৩টি সংগঠনকে বিপুল পরিমাণ মাস্ক হস্তান্তর করা হয়েছে। ওই সংগঠনগুলো শহরের বিভিন্ন পয়েন্টে মাহুষজনের মাঝে মাস্ক বিতরণের পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহবান জানায়।