মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নে ২০২১-২০২২ চক্রের ভিজিডি কর্মসূচির সুবিধাভোগী মহিলা যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নে ওই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।বেলা ১১ টায় বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ভিজিডি কর্মসূচির সুবিধাভোগী মহিলা যাচাই-বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান . সানজিদা বেগম লাকী।এ সময় সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহ্জাদী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও বাঙ্গালীপুর ইউনিয়নের ট্যাগ অফিসার মো. আল-মিজানুর রহমান, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী,ইউপি সচিব মো. আহসান হাবীব, ইউপি সদস্য মো. আনিছুর রহমান, মো. লুৎফর রহমান খান, মো. রফিকুল ইসলাম, মোছা. শাহনাজ বেগম, মো. সাবেদ আলী, মো. রেজাউল মন্ডল রেজু প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাঙ্গালীপুর ইউনিয়নে ২০২১-২০২২ চক্রের ভিজিডি কর্মসূচির সুবিধাভোগী মহিলার সংখ্যা মোট ৩৯৩ জন। ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক সুবিধাভোগী সংখ্যা হচ্ছে, ১ নং ওয়ার্ডে ৩৫ জন, ২ নং ওয়ার্ডে ২৬ জন, ৩ নং ওয়ার্ডে ৩৬জন, ৪ নং ওয়ার্ডে ৬২ জন, ৫ নং ওয়ার্ডে ৪১ জন, ৬ নং ওয়ার্ডে ৬০ জন, ৭ নং ওয়ার্ডে ৪৫ জন, ৮ নং ওয়ার্ডে ৪৫ জন এবং ৯ নং ওয়ার্ডে ৪৩ জন। উল্লিখিত সংখ্যক ভিজিডি কর্মসূচির সুবিধাভোগী মহিলার বিপরীতে অনলাইনে আবেদন করেন ৯৪৬ জন। এরই প্রেক্ষিত আজ মঙ্গলবার অনলাইনে আবেদনকারী মহিলাদের মধ্য থেকে ৩৯৩ জন সুবিধাভোগী নাম যাছাই বাছাই করা হয়। ভিজিডির কর্মসূচির সুবিধাভোগী মহিলারা আগামী ২০২১-২০২২ চক্রের দুই বছর মেয়াদে প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি চাল পাবেন।