খবর৭১ঃ
সুদীপ্ত শামীম, স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে “বুদ্ধিজীবির পরিচয়, দায় এবং ভবিষ্যতের সোনার বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উত্তরণ পাঠাগার‘র কার্যালয়ে শিক্ষা বিভাগের আয়োজনে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুলের সভাপতিত্বে ও উত্তরণের সাধারণ সম্পাদক শাখিফুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োটেকনোলজি‘র বৈজ্ঞানিক কর্মকর্তা হাদিসুর রহমান সোহাগ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, জনতা ব্যাংক বামনডাঙ্গা শাখা‘র ব্যবস্থাপক মাসুদার রহমান, ইসলামি ব্যাংক সুন্দরগঞ্জ শাখা‘র প্রিন্সিপাল অফিসার টিএম আজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স‘র মেডিকেল অফিসার ডা: শাফী সরকার, ডা: রবিউল ইসলাম, উপাধ্যক্ষ নাসরিন সুলতানা রেখা, প্রভাষক এবিএম সাইফুল হোসেন মন্ডল শাহজাহান, মোস্তাফিজার রহমান, নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ মিঞা, শিশু সাহিত্যিক ও সুসাস সম্পাদক কঙ্কন সরকার, মোহনা পাঠাগারের সভাপতি সাইফুল ইসলাম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব সরকার, উত্তরণের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও স্থায়ী পরিষদ সভাপতি আরিফুর রহমান আরিফ, সাবেক সাধারণ সম্পাদক ও সহ–সভাপতি জাকিউল আলম প্রমুখ।