আলেমদের সঙ্গে বৈঠক, আজ সিদ্ধান্ত জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

0
304
আলেমদের সঙ্গে বৈঠক, আজ সিদ্ধান্ত জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

খবর৭১ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে দেশব্যাপী চলমান অস্থিরতা নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন দেশের কওমি মাদরাসাগুলোর শীর্ষ আলেমরা।

গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় মন্ত্রীর সঙ্গে প্রায় এক ঘণ্টার মতো বৈঠক করেন আলেমরা। বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছে, তা আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে সংবাদ সম্মেলন করে জানাবেন।

বৈঠকে আলেমদের পক্ষে নেতৃত্ব দেন কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) সভাপতি মাহমুদুল হাসান। ১২ জন আলেম বৈঠকে অংশ নেন। এছাড়া বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কোনো সিদ্ধান্ত কিংবা আলোচনার কোনো বিষয় নিয়ে কথা বলেনি কোন পক্ষ।

আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে শীর্ষ আলেমদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন গওহরপুরী, মাওলানা নূর আহমদ কাসেম প্রমুখ।

রাজধানীর দোলাইরপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের কাজ বন্ধের দাবিতে বেশ কিছুদিন ধরে হেফাজতে ইসলামসহ কয়েকটি ধর্মভিত্তিক সংগঠন আন্দোলন করে আসছে। এর মধ্যে ৪ ডিসেম্বর রাতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here