খবর৭১ঃ হঠাৎ করেই গুগলের বেশিরভাগ সেবা ভেঙে পড়েছে। সমগ্র বিশ্বে ইউটিউব, ইমেইল এবং গুগলের অনলাইন ডকসের অ্যাপ্লিকেশনে গ্রাহকরা ঢুকতে পারছেন না। বিশ্বের অধিকাংশ মানুষ ও ব্যবসায়ীরা গুগলের বিভিন্ন সেবার ওপর নির্ভরশীল।
বিবিসির একটি প্রতিবেদন বলছে, যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুর থেকে বিশ্বব্যাপী গ্রাহকরা ইমেইল, গুগল ড্রাইভ, অ্যান্ড্রয়েট প্লে স্টোর ও গুগল ম্যাপে ঢুকতে পারছেন না। তবে গুগলের সার্চ ইঞ্জিন ও অফলাইনে থাকা গুগল ডকসে ঢুকতে পারছেন গ্রাহকরা। কিন্তু অনলাইনে কেউ গুগল ডকস অ্যাপ্লিকেশনে চালাতে পারছেন না।
এই বিষয়ে জানতে গুগলের সঙ্গে যোগাযোগ করে বিবিসি। গুগলের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, তারাও মেইলে প্রবেশ করতে পারছেন না।