মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম সভাপতিত্ব সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান এমরান। বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, বীর মুক্তিযোদ্ধা পানেশ দত্ত, বীর মুক্তিযোদ্ধ আব্দুল আলী, শফিকুর রহমান, সিদ্দিক আলী, কাজী গোলাম মর্তুজা প্রাণী সম্পাদক কর্মকর্তা রমাপদ দেব, মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন প্রমুখ। আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।