চীনে ফিরে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান-ই’

0
433
চীনে ফিরে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান-ই’

খবর৭১ঃ পদ্মা সেতুর ৪১টি স্প্যান বসিয়ে দিয়ে চীনের উদ্দেশে মাওয়া ছেড়েছে সেতুর কাজে ব্যবহৃত বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান-ই’। চট্টগ্রাম হয়ে এটি সমুদ্রপথে চীন পৌঁছাবে।

সেতুর কাজে শতাধিক ভিন্ন ভিন্ন ক্রেন ব্যবহার হয়, এর মধ্যে সবেচেয়ে বড় ক্রেন এটি। ৩ হাজার ৬০০ মেট্রিক টন ওজনের সক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনবাহী জাহাজটি সফলভাবে কাজ শেষ করে মাওয়া ছেড়ে যায়। বিশাল ক্রেনবাহী জাহাজটি প্রায় সাড়ে ৩ বছর পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজ করে। ক্রেনটির ৪১টি স্প্যান বসানোর দৃশ্য বিস্মিত করে পদ্মা তীরের মানুষকে।

স্থানীয়রা বলছেন, পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ক্রেন তিয়ান-ই যার মাধ্যমে পদ্মা সেতু সম্পন্ন হয়েছে। এই জাহাজটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। সেতুর কাজে ব্যবহৃত বিশ্বের অন্যতম বৃহৎ ভাসমান ক্রেনবাহী জাহাজ এটি। ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির চীন থেকে নিয়ে আসে।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী বলেন, ‘চট্টগ্রাম বন্দরে যেতে ৩৫ দিনের মতো সময় লাগবে। তারপর ওই জায়গা থেকে চীনে যাবে। আমাদের এলাকা পার হওয়ার জন্য যে নিরাপত্তা দরকার সেই নিরাপত্তা পাওয়ার জন্য আমরা পুলিশকে চিঠি দিয়েছি।’

২০১৭ সালে মাওয়া আসা ‘তিয়ান ই’ ওই বছরের ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যানটি স্থাপন করে। গত ১০ ডিসেম্বর ৪১তম স্প্যান বসিয়ে বাংলাদেশের মিশন শেষ করে তিয়ান-ই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here