মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শুটকি মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল খায়ের চাঁন্দু গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নিয়ামতপুর শুটকি আড়তস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনিজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে, নাতি নাতনি, আত্মীয়-স্বজন, ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুম্মা শহরের নিয়ামতপুর শুটকি আড়ত চত্বরে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ব্যবসায়ী,জনপ্রতিনিধি,সুধীজনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে মরহুমকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, পৌরসভার মেয়র অধ্যক্ষ মো.আমজাদ হোসেন সরকার,সাংবাদিক,শিক্ষক ব্যবসায়ীবৃন্দ শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।