খবর৭১ঃ
রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধিঃ আজ ৮ ডিসেম্বর ঝালকাঠি পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় প্রেস ক্লাবের উদ্যোগে সংগঠনের মিলনায়তনে এ আলোচনা সভা আনুষিঠত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.জোহর আলী, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যডভোকেট খান সাইফুলাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সভাপতিত্ত করেন প্রেস ক্লাবের সভাপতি মুক্তি যোদ্ধা চিত্ত রঞ্জন দত্ত।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ সভাপতি মুক্তি যোদ্ধা দুলাল সাহা, মানিক রায়, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আককাস সিকদার, এটিন বাংলার প্রতিনিধি শ্যামল চন্দ্র সরকার। এছারাও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।