ঢাকাকে হারিয়ে খুলনার দ্বিতীয় জয়

0
362
ঢাকাকে হারিয়ে খুলনার দ্বিতীয় জয়

খবর৭১ঃ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকাকে ৩৭ রানে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল জেমকন খুলনা। চার ম্যাচ খেলে খুলনার এটি দ্বিতীয় জয়। অন্যদিকে, তিন ম্যাচ খেলে তিনটিতেই হারল ঢাকা।

এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে খুলনার দেয়া ১৪৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১০৯ রান করে অলআউট হয়ে যায় ঢাকা। দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান অধিনায়ক মুশফিকুর রহিম। ৩৫ বলে ৩৭ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন ইয়াসির আলী। এছাড়া কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

খুলনার স্পিনার সাকিব আল হাসান ৪ ওভারে ৮ রান দিয়ে একটি উইকেট নেন। ২ ওভারে মেডেন করেন তিনি।

ঢাকা ব্যাটিংয়ে দলীয় ১৪ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে। পরে মুশফিক-ইয়াসির জুটিতে এগোতে থাকে তারা। দুজনে মিলে ৫৭ রানের জুটি গড়েন। ১২তম ওভারে ইয়াসিরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হাসান। ১৪তম ওভারে শুভাগতকে উড়িয়ে মারতে গিয়ে শামীমের হাতে ধরা পড়েন মুশফিক। পরের ব্যাটসম্যানদের মধ্যে কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে খুলনা। দলটির অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সর্বোচ্চ ৪৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন ইমরুল কায়েস। ৫ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন শুভাগত হোম। ১১ বলে ১৯ করেন আরিফুল হক।

চট্টগ্রামের পেসার রুবেল হোসেন ২৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। স্পিনার নাসুম আহমেদ ১০ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। এছাড়া শফিকুল ইসলাম ২টি ও নাঈম হাসান ১টি করে উইকেট নেন।

এদিনও শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়ে খুলনা। দলীয় ১৩ রানে নাসুমের বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার বিজয় (৫)। দলীয় ১৯ রানে সাকিব (১১) বোল্ড হন রুবেলের বলে। আর দলের রান যখন ৩০ তখন শফিকুলের বলে স্ট্যাম্প উড়ে যায় জহুরুলের (৪)।

৩০ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর দলের হাল ধরেন অধিনায়ক রিয়াদ ও ইমরুল। দুজনে মিলে ৫৬ রানের জুটি গড়েন। ১৪তম ওভারে নাঈম হাসানের বলে এলবিডব্লিউ হন ইমরুল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।

পরে আরিফুল হক নেমে দলকে কিছুটা এগিয়ে দেন। মাহমুদউল্লাহ উইকেটে টিকে থাকলেও ঝোড়ো ইনিংস খেলতে পারেননি। শেষ ওভারে বোল্ড হয়ে ফিরে যান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here