হৃদরোগে মৃত্যু হয়েছে ম্যারাডোনারঃ ময়নাতদন্তের রিপোর্ট

0
364
বাবা-মায়ের পাশেই সমাহিত হতে পারেন ম্যারাডোনা

খবর৭১ঃ আর্জেন্টিনার গণমাধ্যমে জানানো হয় ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী হৃদ্‌রোগেই মৃত্যু হয়েছে ফুটবল যাদুকর দিয়েগো ম্যারাডোনার। এটাও জানা গেছে, ঘুমের মধ্যেই মারা গেছেন তিনি।

সংবাদ মাধ্যম গোলবলের বরাতে জানা যায়, চিকিৎসকরা তার শরীরে ডিলিয়েটেড কার্ডিওমায়োপ্যাথি সনাক্ত করেছিলেন, এটি এক ধরণের হৃদরোগ যার কারণে হৃৎপিণ্ডের পেশী দুর্বল ও বড় হয়ে যায় এবং শরীরের বাকী অংশে পর্যাপ্ত রক্ত সঞ্চালন করতে পারে না। চিকিৎসকরা ধারণা করছেন হৃদ্‌রোগের কারণে তার মৃত্যু হয়েছে।

সান ইসিদ্রো অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে জানানো হয়েছে গতকাল স্থানীয় সময় সাড়ে ১২ টার দিকে দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা মারা গিয়েছেন।। মস্তিষ্কে অস্ত্রোপচারের পরে হাসপাতাল ছেড়ে যাওয়ার মাত্র দু’সপ্তাহ পর এই ঘটনা ঘটল। তারা আরও জানান, তার শরীরে কোনো ক্ষত বা অস্বাভাবিক মৃত্যুর লক্ষণ পাওয়া যায় নি।

ম্যারাডোনাকে সর্বশেষ জীবিত অবস্থায় দেখেছেন তাঁর এক আত্মীয়। ২৪ নভেম্বর রাত ১১টায় ম্যারাডোনাকে ঘুমাতে যাওয়ার সময় দেখেছিলেন তিনি। এরপর ম্যারাডোনার সঙ্গে আর দেখা হয়নি কারও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here