অবশেষে বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট

0
389
অবশেষে বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট

খবর৭১ঃ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়ে বিশ্বের অনেক দেশের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। দেরিতে হলেও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার এক বার্তায় অভিনন্দন জানান। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখোনো বাইডেনকে স্বীকৃতি দিয়ে অভিনন্দন জানাননি। খবর-সিএনএনের।

শি জিনপিং তার বার্তায় বলেছেন, দুই দেশেরই উচিত ‘কোনো সংঘাত বা মোকাবেলায় জড়িয়ে না পড়া এবং পারস্পরিক শ্রদ্ধা ও বিজয়ী সহযোগিতার স্পৃহা নিয়ে কাজ করা, যাতে বিশ্ব শান্তি ও উন্নয়নকে’ এগিয়ে নিয়ে যাওয়া যায়।

গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর জো বাইডেনের বিজয় সুনিশ্চিত করে মার্কিন সংবাদমাধ্যম। এরপরই বিশ্বনেতারা বাইডেনকে শুভেচ্ছা জানান।

যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের অগ্রগতির ব্যাপারে জিনপিং বলেছেন, ‘দুই দেশের জনগণের মৌলিক স্বার্থের খাতিরে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক স্বাস্থ্যবান ও স্থিতিশীল হওয়া প্রয়োজন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here