রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘এসো মিলি সবে নবান্নে উৎসবে’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকেলে সদর উপজেলার ডেফলবাড়ীয়া গ্রামে এ উপলক্ষে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের।
শুরুতে আমন ধান কেটে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। সেখানে পরিবেশিত হয় নবান্নের গান। গানে গানে মেতে ওঠে শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ।
পরে ডেফল বাড়িয়া গ্রামের একটি বাড়িতে প্রদর্শণ করা হয় নানা প্রকার পিঠার। এছাড়াও পিঠা বানিয়ে অতিথিদের পরিবেশন করা হয়। পরে ডেফলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।