খবর৭১ঃ বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে শেখ খলিফা বিন সালমানকে বাংলাদেশের `অকৃত্রিম বন্ধু’ হিসেবে বর্ণনা করা করা হয়েছে।
শোক পালনে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার রুহের মাগফেরাতের জন্য মঙ্গলবার বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বাহরাইনের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা গত ১১ নভেম্বর মারা যান। ১৯৭১ সালে বাহরাইন স্বাধীন হওয়ার পর থেকে তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন