করোনায় আরও ২১ মৃত্যু, শনাক্ত ২১৩৯

0
330
সারাদেশে করোনা ভাইরাসে আরো ২১ জনের মৃত্যু

খবর৭১ঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ১৩৯ জন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জনের। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৫ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে মারা গেছেন ২০ জন, বাড়িতে ১ জন। নতুন করে ২ হাজার ১৩৯ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জনের। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৫ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জন।

লিঙ্গভেদে মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী।

বিভাগভিত্তিক হিসাবে ঢাকায় ১৩ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ১, রংপুরে ৩ রয়েছেন। বাকি চার বিভাগে মৃত্যু নেই।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায় মৃতদের মধ্যে ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৬০ বছরের ওপরে ১৪ জন রয়েছেন।

গত মার্চে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। বৈশ্বিক এই ভাইরাসটিতে দেশে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন চার লাখের বেশি। অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা ভালো থাকলেও আগামী শীতে ভাইরাসটির দ্বিতীয় ঢেউয়ে অবস্থার অবনতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here