রতন আচার্য্য ঝালকাঠি প্রতিনিধি : করোনা মহামারি মোকাবেলায় মানুষকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝালকাঠিতে সমাবেশ ও মাস্ক বিতরণ করা হয়েছে।শনিবার সকাল ১১ টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঝালকাঠি জেলা কল্যাণ সমিতির’ প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে এ কর্মসূচি পালিত হয়।
মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, মুহাম্মদ আব্দুর রশিদ, শ্যামল সরকার, কে এম সবুজ রতন আচার্য্য ও সংগঠনের সভাপতি জান্নাতিন নাঈম দীপ। পরে সংগঠনের কর্মীরা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে এক হাজার মানুষকে মাস্ক পরিয়ে দেন।