সৌদিতে কূটনীতিকদের অনুষ্ঠানে বোমা হামলা

0
375
সৌদিতে কূটনীতিকদের অনুষ্ঠানে বোমা হামলা

খবর৭১ঃ সৌদি আরবের জেদ্দা শহরে ইউরোপীয় কূটনীতিকদের উপস্থিতিতে প্রথম বিশ্বযুদ্ধ অবসানের স্মরণে একটি সমাধিক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। খবর আল জাজিরা।

বুধবার সকালে এই হামলার সময় সেখানে ফ্রান্সের কূটনীতিকরাসহ বিভিন্ন দেশের কনস্যুলেটরা উপস্থিত ছিলেন।

খবরে জানানো হয় বোমাটি ছিল ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি। হামলায় আহতদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন এক বিদেশি কূটনীতিক। এই হামলাকে কাপুরুষোচিত ও অযৌক্তিক উল্লেখ করে ফ্রান্স এর তীব্র নিন্দা জানিয়েছে।

সৌদি আরবে কর্মরত একজন ফরাসি সাংবাদিক অনলাইনে হামলার পর ঘটনাস্থলের ছবি বলে দাবি করে কিছু ছবি পোস্ট করেছেন। তাতে পুষ্পস্তবকের আশেপাশে রক্তের ছোপ দেখা যাচ্ছে। তবে এই ছবি ঘটনাস্থলের কিনা তা যাচাই করা যায়নি।

গ্রিসের এক কনস্যুলেট কর্মকর্তা বিস্ফোরণের বিষয়টি আল জাজিরাকে নিশ্চিত করেছেন। সৌদি সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কিছু বলা হয়নি। তবে জেদ্দায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

তিনি বলেন, জেদ্দায় অমুসলিম কবরস্থানে ওই বিস্ফোরণ হয়েছে। চারজন সামান্য আহত হয়েছেন, তাদের মধ্যে একজন গ্রিক। এই কর্মকর্তা এর চেয়ে বেশি তথ্য দেননি।

বারো দিন আগে জেদ্দায় ফরাসি দূতাবাসে একজন নিরাপত্তা রক্ষীকে ছুরি মারার ঘটনা ঘটেছিল। সৌদি আরবে কর্মরত সাংবাদিক ক্ল্যারেন্স রডরিগাজ টু্‌ইট করেছেন যে বোমা হামলার সময় সেখানে ফ্রান্স, ব্রিটেন এবং আর্য়াল্যান্ডের কনসাল জেনারেলরা এবং সেদেশে বসবাসরত অন্যান্য বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। তার টুইটে একজন আহতকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে দেখা যাচ্ছে।

ফ্রান্সের ল্য ফিগারো সংবাদপত্রের একজন সংবাদদাতা দূতাবাসের ওই বিস্ফোরণ সম্পর্কে এক টুইট বার্তায় বলেছেন অনুষ্ঠান চলার সময় একটি গ্রেনেড ছোঁড়া হয় এবং ঘটনায় অন্তত বারো জন আহত হয়েছে।

তবে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে বোমাটি ঘরে তৈরি বিস্ফোরক ছিল। ঘটনার পর ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জেদ্দায় বসবাসকারী ফ্রান্সের নাগরিকদের জন্য সতর্কবার্তা পাঠিয়েছে। তাদেরকে সমাবেশ থেকে দূরে থাকা এবং ঘোরাফেরা করার সময় সতর্ক থাকতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here