শৈলকুপায় খাট থেকে পড়ে শিশুর মৃত্যু

0
390

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় খাট থেকে পড়ে ১৪ মাস বয়সী রাইয়ান ইসলাম অর্প নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের চরবাখরবা গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশু ঠাকুরগাঁও’র ভুল্টি উপজেলার ভুল্টি গ্রামের বুলবুল আহমেদের ছেলে ও ব্রহ্মপুর শাহপাড়া গ্রামের শাহিদ ইসলামের নাতি ছেলে। শিশুর পিতার ব্যবসা সুত্রে তারা এলাকায় ভাড়া হিসেবে বসবাস করতো। এঘটনায় শিশুর মা শাপলা খাতুন জানান, শিশু অর্প প্রায় দুই মাস যাবৎ শারীরিকভাবে অসুস্থ। বিকালে শিশুটিকে দুধ খাওয়ায়ে খাটে ঘুম পাড়িয়ে রেখে বাহিরে যায়। খাট থেকে পড়ে শিশুটি গুরুতর আঘাত পায়। শিশুটির চিৎকারে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় কাতলাগাড়ী বাজারে এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here