কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল ৫ জনের

0
331
কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল ৫ জনের

রাব্বুল ইসলাম, ঝিনাইদহঃ কুষ্টিয়ার ঝিনাইদহ মহাসড়কে ইবি থানার লক্ষীপুরের ১১ মাইল নামক স্থানে আবদালপুর গ্রামের মেইন সড়কের পাশে প্রতিবন্ধী বাহী আ্যম্বুলেস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন প্রতিবন্ধী ঘটনাস্থলে নিহত হয়েছে। আহত কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় অ‌্যাম্বুলেন্সের রোগীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়ার লক্ষ্মীপুর-নিয়তমোড়ে এ দুর্ঘটনা ঘটে।এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ‌্যালয় (ইবি) থানার এসআই আব্দুর রহমান।

তিনি আরো জানান, অ‌্যাম্বুলেন্সটি পাবনা মানসীক হাসপাতাল থেকে নড়াইণ জেলার লোহাগড়া যাচ্ছিলো। এতে ঘটনাস্থলেই অ‌্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহত হন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। এছাড়া গুরুতর আহত একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।নিহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here