খবর৭১ঃ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৭। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৪ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে ১২০ জন। সেইসঙ্গে এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেলে তুরস্কের ইজিয়ান সাগরের উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এসময় ইজমির শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানের খোঁজে রাস্তায় নেমে আসে।
শহরটির মেয়র সিএনএনকে জানান, অন্তত ২০ টি বিল্ডিং ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে গেছে।
এছাড়া তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, বরনোভা এবং বেরাক্লি অঞ্চলেও ভূমিকম্পের আঘাতে বিল্ডিং বিধ্বস্ত হয়েছে।
দেশটির উদ্ধারকর্মীরা বিভিন্ন জায়গায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
এদিকে একই ভূমিকম্পে কেঁপে উঠেছে গ্রিসের উত্তরাঞ্চল। সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস জানিয়েছে, তুরস্কের ইজমির প্রদেশের পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে ১৭ কিলোমিটার দূরে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ ।
তবে তুরস্কের ডেইলি সাবাহ’র প্রতিবেদনে ভূমিকম্পের মাত্রা ৬.৬ বলা হয়েছে।