খবর৭১ঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনামুক্ত হয়েছেন। গত ১৩ অক্টোবর তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। আজ বুধবার তার দ্বিতীয় করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শাহেদুর রহমান ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পর পর দুইটি রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতাল থেকে আর কিছু পরীক্ষা করার কথা বলছে। সব ঠিক থাকলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রিলিজ দিয়ে দিবে।
আওয়ামী লীগের প্রবীণ নেতা এম এ মান্নানের বয়স ৭৪ বছর। তিনি সুনামগঞ্জ-৩ আসন থেকে পরপর তিনবার সংসদ সদস্য হয়েছেন। ২০১৯ সাল থেকে পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন।
গত মার্চ মাসে দেশে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে ৩০ জনের বেশি মন্ত্রী-এমপি এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগ সুস্থ হয়েছেন। কয়েকজন মারাও গেছেন।