আব্দুল আওয়াল, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ “নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি নারী বান্ধব দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নেত্রকোনার মদনে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ২০২০ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় চানগাঁও ইউনিয়ন পরিষদ এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সাধারণ নারীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের সভাপতিত্বে চানগাঁও বিট পুলিশিং কর্মকর্তা এস আই আব্দুল হালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মদন থানা অফিসার্স ইনচার্জ আহম্মেদ কবীর হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক লীগ সভাপতি লিঠন বাঙ্গালি, বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস, সংরক্ষিত ইউপি নারী সদস্য দোলেনা আক্তার, রিনা আক্তার, কলেজ ছাত্রী তামান্না ইসলাম তন্নি প্রমুখ। বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। এসময় জরুরী সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন পুলিশের কর্মকর্তারা।