মোঃ রাসেল মিয়া, (কুমিল্লা) প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যম ও গ্রুপের সদস্যদের কাছ থেকে অসহায় মানুষের খোঁজ পেলেই ছুটে যায় মানব সেবায় মি. ফান গ্রুপের সদস্যরা। শুরু হয় দেশ-বিদেশে থাকা সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহের কাজ। আর সেই অর্থ দিয়ে
দাঁড়ানোর চেষ্টা করেন সেই সব অসহায় মানুষগুলোর পাশে।
ইতিপূর্বে মানব সেবায় মি. ফান সংগঠনের সদস্যরা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মোচাগাড়া গ্রামে অসহায় মা ও মেয়েকে থাকার জন্য তৈরি করে দিয়েছে একটি নতুন ঘর। তার কিছুদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর
পেয়ে উপজেলার শুশুন্ডা দক্ষিণ দিলালাপুর গ্রামের অসহায় মা ও ছেলেকে দেয়া হয় আরো একটি নতুন ঘর। আর এসব ঘর গুলোর নাম দেয়া হচ্ছে ‘ছায়ানীড়’। এছাড়াও
এলাকায় বেশ কিছু প্রশংসনীয় কাজ করেছে তারা অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা দেয়া, শীতবস্ত্র বিতরণ, নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, এতিম ছাত্রদের পোশাক প্রদানসহ জরুরি প্রয়োজনে অসুস্থ ব্যক্তিদের নিজ খরচে রক্ত
প্রদানও করে আসছে এই সংগঠনের সদস্যরা।
তারই ধারাবাহিকতায় গত দুই সপ্তাহ আগে গ্রুপের সদস্যদের মাধ্যমে খোঁজ মেলে উপজেলা সদর এলাকার উত্তরপাড়া গ্রামের ৮০ বছর বয়সী বৃদ্ধ খলিল মিয়ার। স্ত্রী রেনু বেগমকে নিয়ে থাকেন একটি ছাউনির নিচে। দুই ছেলে থাকলেও বাবা
মাকে নতুন ঘর তৈরি করে দেয়ার মতো সামর্থ্য নেই তাদের।
অবশেষে মানব সেবায় মি. ফানের সদস্যদের প্রচেষ্টায় প্রায় ২২ হাজার টাকা ব্যয়ে তৈরি করা হয় একটি নতুন ঘর। শুক্রবার সকালে বৃদ্ধ খলিল মিয়া ও তার স্ত্রী রেনু
বেগমের হাতে তুলে দেয়া হয় সেই ঘরের মালিকানা। আর সেই ঘরের নাম দেয়া হয়েছে ‘ছায়ানীড়’ (৩)।