খবর৭১ঃ
থাইল্যান্ডের ক্ষমতাসীন সরকার ও রাজতন্ত্রের অবসানের দাবিতে চলা বিক্ষোভ ঠেকাতে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা থেকে এই জরুরি অবস্থা কার্যকর হয়।
থাইল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়, শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য জরুরি অবস্থা জারি করতে হয়েছে।
জানা গেছে, থাইল্যান্ডে জরুরি অবস্থাকালীন সময়ে বড়ো সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া দেশের শান্তি শৃঙ্খলার অবনতি ঘটাবে এমন কোনো তথ্য গণমাধ্যমে প্রচার না করার জন্য থাই সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।