রতন আচার্য্য ঝালকাঠি প্রতিনিধি:দেশব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হওয়ায় সরকারের ঘোষনা অনুযায়ী ২২ দিন নদীতে জাল ফেলে ইলিশ মাছ আহরণ কন্ধ থাকায় ঝালকাঠির আড়াই শত জেলে পরিবারকে খাদ্য ও অর্থ সহায়তা দিয়েছে রোটারী ক্লাব ঝালকাঠি। বুধবার বিকেলে ঝালকাঠিতে জেলেদের হাতে এই সহায়তা তুলে দেন ক্লাবের সভাপতি গরিবের সুলতান খ্যাত বিশিষ্ট্য ব্যবসায়ী ও জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর (উত্তর) এর সহ সভাপতি শামীম আহম্মেদ। এ সময় জেলে সমিতির সভাপতি নবা মালো বলেন, মা ইলিশ আহরণ বন্ধের শুরুর দিনেই এই সহায়তা আমাদের জেলে পরিবারদের বেশ উপকারে আসবে। রোটারী ক্লাবে অব ঝালকাঠির সভাপতি শামীম আহম্মেদ বলেন, বিগত বছরেও আমি আমার সংগঠনের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করেছি, এবছরেও করছি, আগামীতেও করা হবে। জেলেদের সহায়তা প্রদান অনুষ্ঠানে রোটারীয়ানরা উপস্থিত ছিলেন। এর পর শামিম আহম্মেদ ২ অক্টোবর কলাবাগান এলাকায় আগুনে পুরে যাওয়া ৪টি ঘর ওদোকান ঘর তার নিজ অর্থায়নে তৈরি করে দেন ।