মিরসরাইয়ে ৯৫৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭

0
483
মিরসরাইয়ে ৯৫৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭

খবর৭১ঃ

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন বারইয়াহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৯৫৫ পিস ইয়াবা সহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।

১৩ অক্টোবর (মঙ্গলবার) রাতে বারইয়াহাট পৌরসভার শাহ আমানত হোটেল এন্ড বিরিয়ানী হাউজের ভিআইপি কেবিনের ভিতর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের মুরাদপুর গ্রামের আবুল কালামের পুত্র নজরুল ইসলাম (২৬) ও ২ নং হিঙ্গুলী ইউনিয়নের রফিক উদ্দিনের পুত্র আবদুল্লাহ আল নোমান (২৪)।

এসময় তাদের তল্লাশী করে ৯৫৫ পিস হালকা কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা থেকে এনে ফেনী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছিল ।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৪ লক্ষ ৭৭ হাজার ৫০০ শত টাকা।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here