সৈয়দপুর বিমানবন্দর সড়কে বীরশ্রেষ্ঠ চত্বরের উদ্বোধন

0
470
সৈয়দপুর বিমানবন্দর সড়কে বীরশ্রেষ্ঠ চত্বরের উদ্বোধন

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কে বীরশ্রেষ্ঠ চত্বরের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিমানবন্দর সড়ক, শহীদ ক্যাপ্টেন মীঢ়ধা শামসুল হুদা সড়ক, শহীদ আয়েজ উদ্দিন সড়ক ও দারুল উলুম মাদ্রাসা সড়কের সংযোগস্থলে চত্বরটির উদ্বোধন করা হয়।

সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার ওই চত্বরের উদ্বোধন করেন। এ সময় পৌর প্যানেল মেয়র -২ মো.শাহীন আকতার শাহিন, প্যানেল মেয়র-৩ কাজী জাহানারা বেগম, কাউন্সিলর মো. আল-মামুন সরকার, মো. মঞ্জুর আলম, মোছা. মিনারা বেগমসহ অন্যান্য পৌর কাউন্সিলর, স্থানীয় সুধীজন,সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বীরশ্রেষ্ঠ চত্বর উদ্বোধন করে সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার বলেন, আমাদের গৌরবের ইতিহাস মহান মুক্তিযুদ্ধ। আর এ মুক্তিযুদ্ধের মাধ্যমে আজ আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ পেয়েছে। এ বাংলাদেশ পেতে মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরনীয়। আগামী প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে না যায়, এজন্য আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণীয় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন পৌর পরিষদ সিদ্ধান্ত নিয়েছে শহরের সকল সড়ক স্থাপনা পর্যায়ক্রমে মুক্তিযুদ্ধের চেতনায় নামকরণ করা হবে। এর অংশ হিসেবে আজ বীরশ্রেষ্ঠদের অবদানকে শ্রদ্ধা জানিয়ে চত্বর উদ্বোধন হলো। আশা করি, এর মাধ্যমে আমরা দেশের শ্রেষ্ঠ সন্তানদের মনে রাখতে পারবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here