সোহেল পারভেজ,ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গাপুজা উদযাপন কমিটির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা পুজা উদযাপন কমিটির সহ সভাপতি ও বালিয়াডাঙ্গী উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি এবং সাবেক বালিয়াডাঙ্গী উপজেলার সফল চেয়ারম্যান প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে, প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন।
পরে প্রতিটি পুজা মন্ডপের জন্য সরকার প্রদত্ত ডিও বিতরণ করা হয়।
এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু বিনোদ কুমার কুন্ডুসহ প্রতিটি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
পরে একই সময়ে ও স্থানে আন্তর্জাতিক দূর্যোগ প্রশোমন দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বালিয়াডাঙ্গী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) ও বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।