খবর৭১ঃ মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন এন্ড জনসনের করোনা ভাইরাসের ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল সাময়িক স্থগিত করা হয়েছে। এই ভ্যাকসিন নেওয়ার পর একজন অংশগ্রহণকারী অসুস্থ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সোমবার জনসন এন্ড জনসনের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
একটি বিবৃতিতে জনসন এন্ড জনসনের পক্ষ থেকে বলা হয়, ট্রায়ালে একজন অংশগ্রহণকারী অজানা রোগে অসুস্থ হয়ে পড়ায় আমরা আমাদের সমস্ত করোনা ভ্যাকসিন প্রার্থীর ক্লিনিকাল পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করছি। গত সেপ্টেম্বরে করোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করে জনসন এন্ড জনসন। যুক্তরাষ্ট্র, ব্রাজিলসহ বিশ্বের ২০০টির বেশি জায়াগায় প্রায় ৬০ হাজার স্বেচ্ছাসেবীর ওপর এই ট্রায়াল হওয়ার কথা ছিল