যুদ্ধ বিরতিতে রাজি আর্মেনিয়া-আজারবাইজান

0
392
যুদ্ধ বিরতিতে রাজি আর্মেনিয়া-আজারবাইজান

খবর৭১ঃ
বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে সাময়িক যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। মস্কোতে এই দুই দেশের ১০ ঘণ্টা ব্যাপী বৈঠকের পর শনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এমনটি জানান।

জানা গেছে, ১০ অক্টোবর মধ্যরাত থেকে এই সাময়িক যুদ্ধ বিরতি কার্যকর হবে। আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। গত ২৭ সেপ্টেম্বর এই অঞ্চলে নতুন আবারো যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ইতোধ্যে তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। এর আগে ১৯৯৪ সালে অস্ত্রবিরতির আগে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই লড়াইয়ের পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল আর্মেনিয়ার মদতে দখল করে নেয় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ২০১৬ সালেও ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here