ঠাকুরগাঁও প্রতিনিধিঃ উৎপাদনশীলতা বৃদ্ধি প্রযুক্তি(ধানের ফলন পার্থক্য কমানো)ও সিআইজি ব্যবস্থাপনা এই প্রতিপাদ্য বিষয় নিয়ে, এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ ২ প্রজেক্ট (এনএটিপি-২)এর আওতায় ও ঠাকুরগাঁও সদর কৃষি সসম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ঠাকুরগাঁওয়ে কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হল রুমে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণে উপস্থিত ছিলেন,দিনাজপুরের অতিরিক্ত উপ-পরিচালক মাহবুবুর রহমান,ঠাকুরগাঁও জেলা প্রশিক্ষক কর্মকর্তা সিরাজুল ইসলাম,ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার, কৃষ্ণ রায়,ঠাকুরগাঁও সদর কৃষি সম্প্রসারণ অফিসার ইমরুল কায়েস,কৃষি সম্প্রসারণ অফিসার মনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য প্রশিক্ষকগণ কৃষক-কৃষাণীদের মাঝে ধানের ব্লাস্ট রোগ ব্যবস্থাপনা ও ধানের বিপিএইচ বা কারেন্ট পোকা ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করেন।