সাহিত্যে নোবেল পেলেন আমেরিকান কবি লুইস গ্লিক

0
401
সাহিত্যে নোবেল পেলেন আমেরিকান কবি লুইস গ্লিক

খবর৭১ঃ ২০২০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতলেন আমেরিকান কবি লুইস গ্লিক। বৃহস্পতিবার সুইডিশ একাডেমি এ বছর সাহিত্যে নোবেলজয়ী হিসেবে গ্লিকের নাম ঘোষণা করেছে। গ্লিককে নোবেল পুরস্কার দেয়ার কারণ হিসেবে বিচারকরা তার ‘সুস্পষ্ট কাব্য কণ্ঠ’কে উল্লেখ করেছেন।

গত ২৭ বছরে এই প্রথম আমেরিকান হিসেবে সাহিত্যে নোবেল জিতেছেন গ্লিক। এর আগে সর্বশেষ আমেরিকান হিসেবে ১৯৯৩ সালে সাহিত্যে নোবেল জিতেছিলেন টনি মরিসন। নোবেল পুরস্কারের ইতিহাসে ১৬তম নারী হিসেবে নোবেল জিতেছেন গ্লিক।

আমেরিকার প্রথম সারির অন্যতম কবি এর আগে পুলিৎজার পুরস্কার ও জাতীয় বই পুরস্কার জিতেছেন।

নোবেল পুরস্কার কমিটির চেয়ার আন্দ্রেস ওলসন গ্লিকের ‘সুস্পষ্ট ও আপোসহীন’ কণ্ঠের প্রশংসা করেছেন। লুইস গ্লিকের কণ্ঠ ‘হাস্যরসাত্মক ও বুদ্ধিদীপ্ত’ হিসেবে বিবেচিত।

আন্দ্রেস ওলসন নিশ্চিত করেছেন যে, তিনি গ্লিককে নোবেল পুরস্কার জয়ের খবরটা জানিয়ে দিয়েছেন।

এর আগে সর্বশেষ ২০১১ সালে কবি হিসেবে সাহিত্যে নোবেল পেয়েছিলেন সুইডিশ লেখক টমাস ট্রান্সট্রিমার। এই বছর পুরস্কারের মূল্য ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনর। এর আগের ১১৬ জন সাহিত্যে নোবেলজয়ীর মধ্যে ১৫ জন নারী ছিলেন এবং সর্বশেষ কৃষ্ণাঙ্গ আফ্রিকান লেখক ওলে সোয়ঙ্কা (১৯৮৬ সাল)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here