স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে নেপচুন এক্সক্লুসিভের কেএন ৯৫ মাক্স বিতরণ

0
454
স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে নেপচুন এক্সক্লুসিভের কেএন ৯৫ মাক্স বিতরণ

রেদোয়ান হোসেন জনিঃ
মিরসরাইয়ের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন সৃজন যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে নেপচুন এক্সক্লুসিভের উদ্যোগে কেএন ৯৫ মাক্স বিতরণ করা হয়েছে। সৃজন যুব সংঘের সভাপতি ও নেপচুন এক্সক্লুসিভের সত্বাধিকারী আসিফুল ইসলাম স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের হাতে মাস্ক তুলে দেন।

যেসকল সংগঠনের মাঝে মাস্ক বিতরণ করা হয় সেগুলো হলো শান্তিনীড়, দুর্বার প্রগতি সংগঠন, প্রজন্ম মিরসরাই, নির্বাণ সংঘ, আদর্শ বন্ধ ফোরাম, মধ্যম আমবাড়িয়া যুব সংঘ, দক্ষিণ আমবাড়িয়া সমাজ কল্যাণ সংস্থা, সৃজন যুব সংঘ, হিতকরী, অদম্য যুব সংঘ, লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই, সোনালী স্বপ্ন, সমমনা সংঘ, ইউসাম, স্বপ্নতরী-৭১, নব উদয় সংঘ, সমাজবন্ধু সংগঠন, প্রচেষ্টা ছাত্র পরিষদ, উত্তরণ, দ্বীপ জ্বেলে যাই, ফ্রেন্ডশিপ-৯৮, রোটারি ক্লাব অব ফেনী সিটি, কাজি পাড়া যুব সংঘ, ছাত্র কল্যাণ পরিষদ, আন্তর্জাতিক সংগঠন আইএসইআরসি, মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক ত্রিমাতৃক, মিরসরাই ট্রিবিউন, হিমালয় টি, রুদ্রন, হাঙ্গরি এরাউন্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here