সৈয়দপুরে কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

0
413
সৈয়দপুরে কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধি:

গত কয়েকদিনের অবিরাম বর্ষণে সৈয়দপুরে কর্মহীন, অসহায় ও দুস্থ অর্ধ শতাধিক পরিবারের মাঝে মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাঠানো বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে । দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মাধ্যমে ওইসব ত্রাণ সামগ্রী আজ বুধবার সকালে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর ডাঙ্গীরপাড়ে বিতরণ করা হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ কর্মহীন, গরীব, অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের হাতে ওই ত্রাণ সামগ্রী তুলে দেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনামুল হক চৌধুরী, সচিব মো. ফেরোজুল শাহ্, সমাজসেবক মো. বুলবুল চৌধুরী, ইউপি সদস্য মো. মফেল উদ্দিনসহ ইউনিয়নের সংশ্লিষ্ট সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাঠানো বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবন, চিনি,চিড়া, তেল, সাবান, নুডুলস্ প্রভূতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here