সৈয়দপুরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় কাশিরাম বেলপুকুর ইউনিয়নে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

0
487
সৈয়দপুরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় কাশিরাম বেলপুকুর ইউনিয়নে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে কাশিরাম বেলপুকুর ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে ১৫০টি দরিদ্র পরিবারের মাঝে সার্জিক্যাল মাস্কসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে ওইসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ দরিদ্র পরিবারের সদস্যদের হাতে ওইসব সামগ্রী তুলে দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম,কাশিরামবেলপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনামুল হক চৌধুরী,সচিব মো. ফেরোজুল শাহ্, ইউপি সদস্য এছাউল হক, মো. রাজা, মঞ্জুয়ারা বেগম, সমাজসেবক মো. ফেরাজুল হক ফেরাজ ও বুলবুল চৌধুরী। অনুষ্ঠানে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ১৫০ দরিদ্র পরিবারের মধ্যে কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধে সার্জিক্যাল মাস্ক, হাত ধোয়ার সাবান, ব্লিচিং পাউডার, হ্যাক্সিসল ও ব্যাগ বিতরন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here