হাবিবুর রহমান নাসির ছাতক :
ছাতকে থানা পুলিশের অভিযানে ৬ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পেট্রোল পাম্প সংলগ্ন একটি দোকান থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মিজানুর রহমান গোবিন্দগঞ্জের ওই দোকানে অভিযান চালিয়ে জুয়ারী ফয়সল আহমদ সুমন, মিলন মিয়া, আব্দুস শহিদ, ফয়সাল আহমদ, দিলোয়ার হোসেন, সুয়েব আহমদ ও মোজাম্মেল হোসেনকে আটক করেন। ছাতক থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাদের বিরুদ্ধে ছাতক থানায় নিয়মিত মামলা(নং-২৭) রুজু করা হয়েছে।