মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাইয়ে ছিনতাইকারীর খপ্পরে পড়ে সবকিছু খুইয়েছেন ইস্টার্ন ব্যাংক মিরসরাই শাখার ব্যবস্থাপক মোঃ জামাল উদ্দিন। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ব্যাকিং কার্যক্রম শেষ করে মিরসরাই থেকে ফেনী যাওয়ার পথে তিনি ছিনতায়ের স্বীকার হন।
মোঃ জামাল উদ্দিনের ভাতিজা সৈয়দ আলীম উদ্দিন বলেন, রোববার রাতে ব্যাকিং কার্যক্রম শেষ করে ফেনী বাসায় যাওয়ার উদ্দেশ্যে মিরসরাই থেকে তিনি একটি হাইস গাড়িতে উঠেন। গাড়িতে যাত্রী বেশে থাকা ছিনতাইকারী দলের সদস্যরা পথিমধ্যে তাকে জিম্মী করে ফেলে। পরবর্তীতে তার সাথে ১টি স্যামসাং মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা নিয়ে নেয় এবং বিকাশের মাধ্যমে তার পরিবার থেকে আরো ২০,০০০ টাকা নেয়। টাকা নিয়ে তাকে রাত ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর ওভারব্রিজের নীচে ফেলে চলে যায়। তিনি ওখান থেকে স্থানীয়দের মাধ্যমে বাসায় ফোন করলে আমরা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসি। উনাকে প্রথমে বারইয়াহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। উনার দুই চোখে ও বাম পায়ে আঘাত লাগায় প্রচন্ড ব্যাথা হচ্ছে।তিনি আরো বলেন, এঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পক্রিয়া চলছে।