মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাই উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এমএ কাশেম।
বুধবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অন্য কোন প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় তিনি বেসরকারিভাবে নির্বাচিত হতে যাচ্ছেন।
এর আগে চেয়ারম্যান মো. খায়রুল আলমের মৃত্যুতে গত ২৬ আগস্ট ইউনিয়নটির চেয়ারম্যান পদ শূণ ঘোষণা করা হয়। এম এ কাশেম প্রয়াত চেয়ারম্যান খায়রুল আলমের ছোট ভাই ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফারুক হোছাইন বলেন, মিঠানালা ইউনিয়নের উপ-নির্বাচনে শুধুমাত্র একজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ৩ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। মনোনয়ন ফরমে কোন সমস্যা না থাকলে আগামী ৪ অক্টোবর প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে। উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ২০৫৬০জন। যার মধ্যে পুরুষ ভোটার ১০৪৫৭ জন, এবং মহিলা ভোটার সংখ্যা ১০১০৩ জন।