মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ইউএনও রুহুল আমিন ইমনকে বিদায়ী সংবর্ধনা

0
375
মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ইউএনও রুহুল আমিন ইমনকে বিদায়ী সংবর্ধনা

মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন ইমনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। ২৭ সেপ্টেম্বর রবিবার উপজেলা অডিটরিয়ামে উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সমাজকর্মীরা ইউএনও রুহুল আমিন ইমনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সঞ্চালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন সংবর্ধিত অতিথি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন ইমন।

এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কাস্টমস এক্সাইস এন্ড ভ্যাট চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ সরকার, মিরসরাই শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফোরামের সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, মিরসরাই প্রেস ক্লাবের সহ-সভাপতি বিপুল দাশ, সমমনা সংঘের সহ-সম্পাদক নুরুদ্দীন, দুর্বার প্রগতি সংগঠনের আরিফ, প্রজন্ম মিরসরাইয়ের সাধারণ সম্পাদক আসাদ, দীপ জ্বেলে যাই এর সাধারণ সম্পাদক মহিবুল আরিফ, সাফ এর নাজিম উদ্দিন, ইউসামের তৌহিদুল ইসলাম, হিতকরীর প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল ইসলাম রয়েল, অদম্য-২০০৫ এর সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ, নির্বাণ সংঘের তানভীর আহমদ, স্বপ্নতরী’৭১ এর খান মো: মোস্তফা, শতাব্দী ক্লাবের সভাপতি এম মাঈন উদ্দিন, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, সৃজন যুব সংঘের সভাপতি আসিফুল ইসলাম, প্রচেষ্টা ছাত্র পরিষদের পরিচালক জাফর প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন। বিদায়ী উপজেলা কর্মকর্তা করোনা সময়ে মিরসরাইয়ের সমাজসেবী সংগঠনগুলোর গৃহীত বিভিন্ন কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন। ভবিষ্যতেও সংগঠনগুলোর সামাজিক কার্যক্রমের ধারা অব্যাহত রাখার অনুরোধ করেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ অক্টোবর রুহুল আমিন ইমন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here