অ্যাটর্নি জেনারেল অত্যন্ত গুণী, নির্লোভ ও নির্মোহ ব্যক্তি ছিলেন: প্রধান বিচারপতি

0
503
অ্যাটর্নি জেনারেল অত্যন্ত গুণী, নির্লোভ ও নির্মোহ ব্যক্তি ছিলেন: প্রধান বিচারপতি

খবর৭১ঃ বাংলাদেশের প্রধান বিচারপতি জনাব সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল মাহবুবে আলম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। তাঁর সাথে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এর সুদীর্ঘ ২৮ বছরের সুসম্পর্ক ছিল বলে এক শোকবাণীতে উল্লেখ করেন তিনি।

এক শোকবাণীতে প্রধান বিচারপতি বলেন, অ্যাটর্নি-জেনারেল মাহবুবে আলম অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গিয়েছেন। একজন আইনজীবী হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। তিনি অত্যন্ত গুণী, নির্লোভ এবং নির্মোহ একজন ব্যক্তি ছিলেন। আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য। আইন অঙ্গনে তাঁর অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে আইন অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মরহুম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here