মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ আগামীকাল ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মদন উপজেলা ছাত্রলীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) আছরের নামজের পর দারুল উলুম বাবুস সালাম মাদ্রাসায় দেশরত্ম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিল, মদন উপজেলা ছাত্রলীগ নেতা টিপু ইসলাম সোহাগ, পৌর ছাত্রলীগের সভাপতি শেখ তারেক, কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক রহুলামিন সাগর, সাংগঠনিক সম্পাদক এস এম আকরাম হাসান, পারভেজ আহম্মেদ রাজু, ছাত্রলীগ নেতা পাভেল খান, এস আর তালুকদার সোহাগ প্রমুখ।