সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার আসামী সাইফুর ছাতকে গ্রেফতার

0
542
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার আসামী সাইফুর ছাতকে গ্রেফতার

খবর৭১ঃ

হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধিঃ সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমানকে (২৮) সুনামগঞ্জের ছাতক থেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে নোয়ারাই খেয়াঘাট থেকে ছাতক থানার এস আই হাবিবুর রহমান পিপিএম , এস আই মোহাম্মদ আলী তাকে গ্রেফতার করেন।

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার আসামী সাইফুর ছাতকে গ্রেফতার

সে খেয়া পাড়ি দিয়েছিল ভারত পালানোর উদ্দেশ্যে। এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণ ঘটনার প্রধান আসামী সাইফুর রহমান বালাগঞ্জ উপজেলার সোনাপুর-চান্দাইপাড়া গ্রামের তাহিদ মিয়ার ছেলে। ছাতক থানার ওসি মিজানুর রহমান জানান,সোর্স মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে। যেহেতুএ ঘটনায় শাহপরান থানায় মামলা রয়েছে। আসামিকে শাহপরান থানার ওসি কাইয়ুম চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সময় সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here