স্ত্রীর মামলা; কারাগারে সংগীত পরিচালক শওকত ইমন

0
434
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ স্ত্রীকে নির্যাতনের মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমনকে গ্রেপ্তার করেছে রাজধানীর রমনা থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে ইস্কাটনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাঁকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রমনা থানার পরিদর্শক (অপারেশন্স) মাহফুজুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে,  গত ২০ সেপ্টেম্বর শওকত আলী ইমনের স্ত্রী রিদিতা রেজা বাদী হয়ে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ইমনকে শুক্রবার রাতে তাঁর ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here