সৈয়দপুরে বিদ্যুস্পৃষ্টে ও বজ্রপাতে দুই ছাত্রের মৃত্যু

0
543
সৈয়দপুরে স্বামীকে হত্যার অভিযোগে শশুর ও দেবরের বিরুদ্ধে স্ত্রীর মামলা

সৈয়দপুরঃ নীলফামারীর সৈয়দপুরে টেলিভিশনে ডিসের সংযোগ দিতে গিয়ে সবুজ (১৮) ও বজ্রপাতে সালাহউদ্দিন (১৪) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর ও দুপুরে বাঙ্গালীপুর ইউনিয়নের বিমানবন্দর পশ্চিমপাড়ায় ওই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার রাতে বৃষ্টির সময় কলেজ ছাত্র সবুজ তাঁর বাড়ির টেলিভিশনে ডিস লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে আহত হয়।

ঘটনা টের পেয়ে বাড়ির লোকজন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় সবুজ। সে খালিশা বেলপুকুর এলাকার সানু মিয়ার পুত্র। এরআগে শুক্রবার দুপুরে বজ্রপাতে সালাউদ্দিন (১৪) নামে ১০ম শ্রেণীর এক ছাত্র মারা যায়। বাঙ্গালীপুর ইউনিয়নের বিমানবন্দর পশ্চিমপাড়ায় ওই ঘটনা ঘটে। জানা যায়, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থী মুষলধারে বৃষ্টির সময় সে নিজ বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ প্রচন্ড আওয়াজে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত স্কুল ছাত্র সালাহউদ্দিন বিমানবন্দর পশ্চিমপাড়া জামে মসজিদের পেশ ইমাম নুর ইসলামের একমাত্র পুত্র। পৃথক দুটি ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here