রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধিঃ তে দেবরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ সকালে প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন নলছিটি উপজেলার নান্দিকাঠি গ্রামের পারভিন বেগম।
সংবাদ সম্মেলনে পারভিন বেগম বলেন, ৩০ বছর আগে আমরা কবলাসূত্রে এই জমির মালিক, সেখানে ঘর তুলে আমরা দির্ঘ দিন যাবৎ বসবাস করছি। কিন্তু হঠাত করে আমার দেবর মোঃ রুহুল আমিন হাওলাদার মালিকানা দাবি করে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। এমনকি পাকের ঘর, টয়লেট পুকুরে যাবার পথও বন্ধ করে দিয়েছে