মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাইয়ে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। ১০ দিন ধরে নিখোঁজ হওয়া ওই মাদ্রাসা ছাত্রের নাম মেহেরাজ উদ্দিন সায়িদ (১৩)। মেহেরাজ বারইয়াহাট দারুল কুরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ও ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকার দুবাই প্রবাসী আবুল কালামের পুত্র। নিখোঁজের ঘটনায় ২২ সেপ্টেম্বর মেহেরাজের মা সেলিনা আক্তার জোরারগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি (নং-৯৪০) দায়ের করেন।
নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মা সেলিনা আক্তার জানান, গত ১৬ সেপ্টেম্বর (বুধবার) আমি ও মেহেরাজ একসাথে মাদ্রাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম পথিমধ্যে দুপুর প্রায় ১২ টার দিকে বারইয়ারহাট বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ২২ সেপ্টেম্বর জোরারগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করি। আমার ২ মেয়ে ১ ছেলের মধ্যে মেহেরাজ দ্বিতীয়। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল গোলাপী রঙের পায়জামা পাঞ্জাবি (মাদ্রাসা ড্রেস), মাথায় সাদা টুপি, গায়ের রং শ্যামলা ও উচ্চতা ৩ ফুট ৫ ইঞ্চি।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) জাফর উল্লাহ জানান, মাদ্রাসা ছাত্র মেহেরাজ নিখোঁজের বিষয়ে তার মা বাদী হয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছে। তদন্তপূর্বক নিখোঁজ ছাত্রের সন্ধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।