রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝলকাঠিতে শারদীয় দূর্গা পূজা উপরক্ষ্যে তিন দিনের ছুটি ও সংখ্যালঘূ সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
আজ সকালে প্রেস কøাবের সামনে ঘন্টা ব্যাপি এ মানব বন্ধনের আয়জন করে বাংলাদেশ হিন্দু পরিষদ, ঝালকাঠি জেলা শাখার নেত্রীবৃন্দরা। এতে বক্তব্য রাখেন, সভাপতি এ্যাডভোকেট কার্তিক দত্ত, সহ সভাপতি উদয শংকর, সাধারন সম্পাদক সজিব রায় ভ’ট্রো ,সাংগঠনিক সম্পাদক নিসান ঘরামি, সহ অন্যন্যরা বক্তব্য রাখেন। বক্তারা দূর্গা পূজায় তিন দিনের ছুটি সহ সংখ্যালঘূ সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান ।