অপ্রয়োজনীয় সড়ক নির্মাণে বিরত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী

0
345
‘বয়স তো ৭৪ হয়ে গেল, আর কতদিন!’

খবরঃ বাড়ির পাশ দিয়ে রাস্তা যেতে হবে এ ধরণের মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অপ্রয়োজনীয়ভাবে সড়ক নির্মাণ থেকে বিরত থাকতে বলেছেন।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বার্তা হলো, সড়ক নির্মাণের ক্ষেত্রে খুব সচেতন হতে হবে। যাতে এটা আমাদের যথাযথভাবে কাজে লাগে। এটা মেইনটেন্যান্স করা যায়।

পরিকল্পনামন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় কাজ যেমন- আমার বাড়ির পাশ দিয়ে সড়ক যাবে, এই ধরনের মানসিকতার বাইরে আসতে বলেছেন প্রধানমন্ত্রী।

জমি সুরক্ষা করতে হবে, বেশি সড়ক নির্মাণ করলে জলাভূমির দেশে পানি চলাচল বাধাগ্রস্ত হয়, এই সম্পর্কে প্রধানমন্ত্রী সাবধান হতে বলেছেন।

পরিকল্পনামন্ত্রী আরও জানান, যাদের অল্প জমি রয়েছে এবং সেই জমিতে বাড়িঘর করে থাকছে, সেসব জমি অধিগ্রহণ থেকে যতটা সম্ভব বিরত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী কৃষিজমি রক্ষায় নতুন রাস্তা না করে বিদ্যমান রাস্তা সংস্কারের ওপর জোর দেন বলেও পরিকল্পনামন্ত্রী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here