ভারতে তিনতলা ভবনে ধস, নিহত বেড়ে ২০

0
344
ভারতে ধসে পড়লো তিনতলা ভবন, নিহত ৮

খবর৭১ঃ ভারতে সোমবার সকালে মুম্বাইয়ের কাছে ভিওয়ান্দিতে একটি তিনতলা ভবন ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার দেশটির সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

গতকাল দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, দুর্ঘটনার পর ভবনটির ধ্বংসস্তূপ ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে দেশটির ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ছাড়াও স্থানীয় বাসিন্দারা অংশ নেয়।

প্রাথমিক রিপোর্ট অনুসারে, সেদিন ভোর রাত সাড়ে তিনটা নাগাদ ২১টি ফ্ল্যাটের ওই বিল্ডিংটি ধসে পড়ে। এ সময় ফ্ল্যাটের সব বাসিন্দারাই ঘুমিয়ে ছিলেন। ওই ভবন ধসে পড়ায় ঘটনায় তদন্ত চলছে।

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতার কামনা করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here