মদনে ইয়াবা নিয়ে সাবেক ছাত্রলীগ সভাপতিসহ আটক-৩

0
478
মদনে ইয়াবা নিয়ে সাবেক ছাত্রলীগ সভাপতিসহ আটক-৩

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদন উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুদা সুজনসহ আরো তিন জনকে ২১০ পিছ ইয়াবাসহ আটক করেছে মদন থানার পুলিশ। রবিবার রাতে পৌর সদরের মদন বাজারে নিজ বাসা থেকে সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। সোমবার সকালে পৃথক স্থানে অভিযান চালিয়ে পৌর সদরের তিন নাম্বার ওয়ার্ডের ফচিকা গ্রামের সুবল চন্দ্র পালের ছেলে সম্পদ পাল(৩৫) ও মদন পৌর সদরের তিন নাম্বার ওয়ার্ডের মৃত তোতা মিয়ার ছেলে যুবলীগের সাবেক সেক্রেটারি সাত্তার মিয়াকে ৯০ পিচ ইয়াবাসহ থানার কাছে থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নাজমুল হুদা সুজন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। রবিবার রাতে তার নিজ বাসা থেকে ১২০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার সহযোগী সম্পদ পালকেও আটক করা হয়েছে। সাবেক এ ছাত্র নেতার বিরুদ্ধে থানায় আরও ৯ টি মাদক মামলা রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে মাদক সেবনের তিনটি মামলা রয়েছে।

এই ব্যাপারে মদন থানার ওসি আহম্মেদ কবীর হোসেন বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। সোমবার তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here